শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি: [২] বুধবার গভীর রাতে উপজেলার কিচক ইউনিয়নের সালদহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মোকছেদ আলী এবং সৎ ছেলে শহিদুল পলাতক রয়েছে।

[৩] সালদহ পশ্চিমপাড়া গ্রামের মোকছেদ আলী (৬০) প্রথম স্ত্রী সালেহাকে তালাক দিয়ে পাশের্র সালদহ পাড়ার মৃত দলিমুদ্দিনের মেয়ে বউজানকে বিয়ে করেন। মাছুমা নামে তার একটি মেয়ে রয়েছে।

[৪] সে জানায়, শবে বরাতের হালুয়া-রুটি বানানো নিয়ে তার বাবা ও সৎ ভাই তার মাকে রাতে মারপিট করে। এতে সে মারা গেছে।

[৫] প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলে রাজু মিয়া বলেন, বুধবার রাত আড়াইটার দিকে ঝগড়ার আওয়াজ শুনে তিনি ঘটনাস্থলে যান। এ সময় বাবা-ছেলে মিলে বউজানকে মারপিট করতে দেখেন তিনি। ঠেকাতে গিয়ে তিনিও আঘাত পেয়েছেন। ভোর রাতে তার মৃত্যু হয়।

[৬] বউজানের মা লবানি বেওয়া (৭০) বলেন, তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

[৭] শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়