শিরোনাম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাহিনীর সদস্যদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান পুলিশ সদর দপ্তরের

সুজন কৈরী : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করছেন পুলিশ সদস্যরা। এজন্য তাদের সুরক্ষা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

[৩] বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই পুলিশের প্রত্যেক সদস্য মাঠে রয়েছেন। দুই লক্ষাধিক সদস্যের এই বিশাল বাহিনীর সদস্যরা মাঠে থেকে সাধারণ মানুষকে নিরাপদ এবং সুরক্ষিত রাখার কাজ করে চলেছেন।

[৪] তিনি বলেন, কখনো সীমাবদ্ধতার কারণে বা বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রয়োজনে অনেক ক্ষেত্রে নিজের সুরক্ষা নিশ্চিত করার মতো অবস্থা হয়তো ছিল না। পুলিশ সদস্যদের সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়াতে হয়েছে। এর মধ্যে নিজেদের সুরক্ষা কখনো কখনো ঝুঁকির মধ্যে পড়েছে।

[৫] পুলিশের প্রত্যেক সদস্যের সুরক্ষা নিশ্চিত করতে সদর দপ্তর কাজ করছে উল্লেখ করে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সোহেল রানা বলেন, আপনারা অবশ্যই সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করবেন। আপনার নিজের এবং পরিবার-পরিজনদেরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য যেসব স্বাস্থ্য নির্দেশনা আপনারা প্রচার করছেন, এ বিষয়গুলো নিজেদের ক্ষেত্রেও পালন করবেন। আপনারা যদি সুস্থ না থাকেন, যদি সুরক্ষিত না থাকেন তাহলে মানুষকে সুরক্ষিত রাখা সহজ হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়