শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছ-দুধ-ডিম-মাংস উৎপাদন অব্যাহত রাখুন, সব সহযোগিতা দেব, বললেন শ ম রেজাউল করিম

সুজিৎ নন্দী: [২] করোনাভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে খামারিদের মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, আপনাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। গত বুধবার একান্ত সাক্ষাতকারে তিনি এ কথাগুলো বলেন।

[৩] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত নয়, সতর্ক হোন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস রাখুন। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের সঙ্গে জড়িতরা উৎপাদন অব্যাহত রাখুন। সরকার সব প্রকার সহযোগিতা দেবে।

[৪] দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুই দফায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহনও। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার।

[৫] মন্ত্রী শ ম রেজাউল করিম আরো বলেন, অনেক ধরণের গুজব ছড়ানো হচ্ছে। মাছের মাধ্যমে করোনা ছড়ানোর গুজব ছড়ানো হচ্ছে। আমদানিকৃত মৎস্য খাদ্য উপকরণ ছাড়করণে বন্দর ও কাস্টমসে কোন জটিলতা থাকবে না। করোনার কারণে সাময়িক সমস্যা হচ্ছে। এটি দূর হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়