শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ৩ স্থানে বসবে সাড়ে ৪ হাজার বেডের আইসোলেশন সেন্টার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: [২] কোভিড-১৯ প্রকোপ দীর্ঘ পরিস্থিতি মোকাবেলায় তিনটি আইসোলেশন সেন্টার স্থাপনের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই তিনটি আইসোলেশন সেন্টারে মোট চার হাজার ৬০০ বেড থাকবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে নিজ বাসা থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে অন্তত দুই হাজার বেডের একটি আইসোলেশন সেন্টার বসানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫/২০ দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষে কাজ শুরু হয়ে যাবে। মন্ত্রী আরও বলেন, মহাখালী এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট আছে। সেখানে ১৪শ বেডের আইসোলেশন সেন্টার স্থাপন করা সম্ভব। সেটি প্রক্রিয়াধীন।

[৪] এছাড়া উত্তরার দিয়াবাড়িতে চারটি ভবন ঠিক করে রাখা ছিল। সেখানে আরও ১২শ বেডের আইসোলেশন সেন্টার স্থাপন করা হবে। আইসিইউ ও ভেন্টিলেটর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, একটি আইসিইউ ইউনিটে একাধিক ভেন্টিলেটর থাকতে পারে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেশে সাড়ে পাঁচশর বেশি ভেন্টিলেটর আছে। আরও ৩৮০ ভেন্টিলেটর নিয়ে আসা হচ্ছে।

[৫] অধিদফতরের বুলেটিনে সংযুক্ত হয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুহিত খান জানান, তাদের অ্যাসোসিয়েশনের আওতায় থাকা ৬৯টি হাসপাতাল সব ধরনের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে তাদের যেকোনো হাসপাতাল সরকার চাইলে করোনার জন্য ডেডিকেটেড করা হবে।

[৬] অনলাইনে আরও যুক্ত হয়েছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুলেটিনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা ও আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

[৭] এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রে মোট এক হাজার ২৫৭টি আইসিইউ ইউনিট রয়েছে। এর মধ্যে সরকারি ৫২০টি, বেসরকারি ৭৩৭টি। এগুলোর মধ্যে ঢাকায় আইসিইউ রয়েছে ৯২৬টি, ঢাকার বাইরে ৩৪১টি। এসব আইসিইউয়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০০-১৫০টি আইসিইউ। তবে করোনার প্রকোপ বাড়লে অন্যান্য আইসিইউ করোনা মোকাবিলায় সংযুক্ত করা যাবে।

[৮] তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, দেশে জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে মোট শয্যাসংখ্যা ৫১ হাজার ৩১৬টি, প্রাইভেট হাসপাতালে ৯০ হাজার ৫৮৭টি। এর মধ্য থেকে দেশব্যাপী ৬৬৯৩টি বেড শুধু করোনার জন্য আলাদাভাবে প্রস্তুত রাখা হয়েছে। আইইডিসিআর প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়