শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ৪ টি গ্রাম স্বেচ্ছায় লকডাউন

বাবুল আক্তার, চৌগাছা প্রতিনিধি : [২] উপজেলার ৪ টি গ্রামের প্রধান প্রধান পবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ করে নিজ উদ্যোগে লকডউন ঘোষণা করেছেন এলাকাবাসী।

[৩] উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাাঁদপাড়া গ্রাম প্রথমে নিজ উদ্যোগে লকডাউন ঘোষণা করে এবং গ্রামের ঘরবন্দি অসহয় ৭’শ পরিবারকে গ্রামবাসীর সহযোগীতায় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

[৪] এর পরে উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর, পৌর এলাকার বিশ্বাসপাড়া এবং স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের প্রবেশ পথ বন্ধ করে লকডাউন ঘোষণা করে।

[৫] বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখা যায়, ৪ টি গ্রামের প্রবেশ ও বের হওয়ার পথ বাঁশের বেড়া ও লাল পতাকা ঝুলিয়ে লকডাউন করেছেন এলাকাবাসী। প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ ও বাহির হতে দেওয়া হচ্ছেনা। একান্ত প্রয়োজনে প্রবেশ ও বাহির হওয়ার সময় যানবাহনে জীবাণুনাশক স্প্রে ও সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৬] উপজেলার প্রথম লকডাউন চাঁদপাড়া গ্রামের বাসিন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গ্রামবাসীকে সাথে নিয়ে নিজ গ্রাম লকডাউন করেছি।

[৭] উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, চাঁদপাড়া গ্রাম লকডাউন হয়েছে আমার জানা আছে। বাকি তিনটি গ্রামের লকডাউনের বিষয়ে আমাকে জানানো হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়