শিরোনাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিদিন খাদ্য সহায়তার চেয়ে নগদ অর্থ প্রদান অনেক বেশি কার্যকর হবে, মনে করেন ড. সালেহউদ্দিন আহমেদ

আশিক রহমান : [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর আরও বলেন, নগদ টাকা দিলে নিম্ন আয়ের মানুষ নিজেদের মতো করে, প্রয়োজন অগ্রাধিকারে তা ব্যবহার করতে পারবেন। [৩] নগদ অর্থ কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে ওয়ার্ড কমিশনার বা মেম্বার- চেয়ারম্যানদের ওপর নির্ভর হতে হবে। কিন্তু আমরা কি পারব তাদের উপর ভরসা করতে? এ প্রশ্নও থেকে যায়।

[৪] কাদের খাদ্য সহায়তা দেওয়া হবে, ক্যাটাগরি নিশ্চিত করে একটা ডাটা খুব শিগগিরই করা উচিত। আইডি কার্ড বা স্থানীয়ভাবে মেম্বার-চেয়ারম্যানদের দিয়েও চিহ্নি করা যেতে পারে কার কার খাদ্য সহায়তা প্রয়োজন।

[৫] দেশে নিম্নবিত্ত, দরিদ্র, দিন আনে দিন খাওয়া জনগোষ্ঠীর সংখ্যা বিশাল। তাদের প্রতিদিন খাদ্য সহায়তা দেওয়া খুবই কঠিন কাজ। শুধু খাদ্য হলেই কি হয়? কারও নগদ অর্থ লাগে, চিকিৎসা, ওষুধপত্রসহ আনুষাঙ্গিক অনেক কিছুই তো লাগে।

[৬] জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হবেই। সামাজিক নিরাপত্তা বেষ্টনি আরও জোরদার করতে হবে, যা আছে অল্পকিছু মানুষের জন্য। [৮] আজ খাবার পাবে তো, কাল আবার কোথায় গিয়ে দাঁড়াবে, কার কাছে চাইবে খাবার, একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে কাজ করে। ফলে মানুষ ঘর থেকে বের হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়