শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহী করোনা ঝুঁকির বাইরে নয়’

মুসবা তিন্নি : [২] রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে স্থাপিত করোনা ল্যাবে বুধবার পর্যন্ত ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার নমুনা পরীক্ষা করা হয় ৭৩ জনের। তবে এখন পর্যন্ত রাজশাহীর কারও নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন করোনা চিকিৎসক কমিটির আহবায়ক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ।

[৩] তিনি বলেন, নমুনা সংগ্রহের হার দিনদিন বাড়ছে। তবে আরো বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করতে চায় তারা। এছাড়া এখন পর্যন্ত রাজশাহী বিভাগে কোন করোনা রোগী সনাক্ত হয়নি। এতে বলা যাবে না রাজশাহীতে করোনাভাইরাস আক্রান্ত রোগি নেই। বেশি বেশি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে করোনা পরিস্থিতি সম্পর্কে জানা সম্ভব।

[৪] ডা. আজাদ বলেন, করোনা রোগি এখনো শনাক্ত না হলেও রাজশাহী ঝুঁকির বাইরে নয়। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকতে হবে। স্বাস্থ্য বিধি না মানলে রাজশাহীর এ অবস্থা থাকবে।

[৫] তিনি বলেন, রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে যে চারজন ভর্তি ছিলেন তাদের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। কারও শরীরে কারোনাভাইরাস পাওয়া যায়নি। এ কারণে চানজনের মধ্যে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। আরেকজনকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

[৬] এদিকে, জ্বর-সর্দি ও কাশি নিয়ে গত ২৪ ঘন্টায় আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

[৭] অপরদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে, গত রাজশাহীতে সাতজনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে নগরে দুইজন, বাঘায় তিনজন ও তানোরে দুইজন। এদের মধ্যে একজন ভারত থেকে এসেছেন। অপর ছয়জনের মধ্যে মানিকগঞ্জ থেকে এসেছেন দুইজন, নাটোর তাবলিগ জামায়াত থেকে ফেরা একজন, সিরাজগঞ্জ তাবলিগ জামায়াত থেকে ফেরা একজন ও স্থানীয় দুইজন।

[৮] রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১১৭ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৬৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫২ জন। রাজশাহী মহানগর বাদে জেলার নয় উপজেলা থেকে এখন পর্যন্ত ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীকক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত করোনা রোগি শনাক্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়