শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে করোনা প্রতিরোধে জনসচেতনায় প্রশাসনের মহড়া, অর্থদণ্ড ৩

হৃদয়, তাড়াশ প্রতিনিধি : [২] জেলায় প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালীন তিনজনকে সামাজিক দুরত্ব বর্জায় না রাখায় ৩জনকে অর্থ দন্ড করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিট্রেট) মোঃ ওবায়দুল্লাহ নেতৃত্বে উপজেলা জুড়ে এই মহড়া চালানো হয়। মহড়া চলাকালিন সময়ে প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতা সৃষ্টি লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যরা সবাইকে রাস্তা ঘাটে অবাধ চলাফেরা বন্ধের ও মাস্ক পড়ার নির্দেশ দেন। এছাড়া তারা হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীদের করোনা সম্পর্কে বিস্তারিত বিষয় সতর্কতা জারি করেন।

[৪] এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিট্রেট) মোঃ ওবায়দুল্লাহ বলেন, সকালে পৌর এলাকায় ৩জনকে অর্থ দন্ড করা হয়েছে। আমরা করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় এতদিন সবাইকে সচেতন করার চেষ্টা করেছি, মোটিভেট করার চেষ্টা করেছি। বুঝানোর চেষ্টা করেছি আপনারা ঘরে থাকুন, কিন্তু এই বুঝানোর কাজে আসছে না।

[৫] সকলকে মেসেজ দিতে চাই আমরাও বুঝবো না আমাদের একটু এগ্রেসিভ মুডে যেতে হবে। অন্যথায় এই ভয়াবহতা মোকাবেলা করতে পারবো না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়