শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] শারীরিক দূরত্ব নিশ্চিত করতে শুক্রবার থেকে ময়মনসিংহ শহরের মেছুয়া বাজার কাচারীঘাট বালুচরে

আজহারুল হক, ময়মনসিংহ প্রতিনিধি : [২] করোনাভাইরাস আতঙ্কে কাপছে গোটা বিশ^। আতঙ্কে দিন কাটছে কোটি কোটি মানুষের। এ অবস্থা থেকে মানুষকে বাঁচতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি।

[৩] শারীরিক দুরত্ব বজায় রাখতে ময়মনসিংহ শহরের মেছুয়া বাজার থেকে কাঁচা বাজার কাচারীঘাট বালুরচরে স্থানান্তর করা হয়েছে। কাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে বালুরচরে কাঁচা বাজার বসবে।

[৪] ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, করোনা ভাইরাস সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষার জন্য
সর্বদা সতর্ক থাকা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।

[৫] সেজন্য শারীরিক দূরত্ব রজায় রাখতে কাঁচাবাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি দোকান থেকে আরেকটি দোকান ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থে বাঁশ দিয়ে দূরত্ব তৈরি করে দেব। নগরবাসীকে নিরাপদ রাখার স্বার্থে সাময়িক এ কষ্ট মেনে নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

[৬] এর আগে গতকাল বুধবার বিকেলে মসিক মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, র‌্যাব-১৪’র অধিনায়ক লে. কর্নেল ইফতেখার উদ্দিন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর সাহাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও সবজি বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ নির্ধারিত স্থান পরিদর্শন করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

[৭] মেয়র ইকরামুল হক টিটুর এমন সিদ্ধান্তে সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন নাগরিকদের সুরক্ষার জন্য এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

[৮] খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, বুধবার দুপুর থেকে বালুরচর বাজার বসানোর জন্য প্রস্তুতির কাজ চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়