শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্যিক কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স সার্ক সচিবালয় আয়োজিত নয় বলে পাকিস্তান অংশগ্রহণ করেনি

ইমরুল শাহেদ : [২] বুধবার পাকিস্তান বলেছে, ভারত আয়োজিত সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্যিক আলোচনায় দেশটি অংশগ্রহণ করেনি। কারণ এদিনের ভিডিও কনফারেন্সে করোনা সংক্রান্ত কোনো আলোচনা ছিল না। ইয়ন, এএনআই, ডন

[৩] বাণিজ্য কর্মকর্তারা দক্ষিণ এশিয়ায় করোনা মহামারীর তান্ডবের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বড় ধরনের একটা কার্যক্রম প্রস্তুত করা নিয়ে আলোচনা করেন।
[৪] এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত দক্ষিণ এশিয়ার আন্তঃবাণিজ্য কিভাবে ধরে রাখা যায় এবং কিভাবে যৌথ উদ্যোগে বাণিজ্যিক কার্যক্রম বাড়ানো যায়, তার পন্থা উদ্ভাবনের ওপর জোর দেওয়া হয়।

[৫] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাণিজ্য কর্মকর্তাদের আজকের আলোচনা সফল হতে কেবল যদি সার্ক সচিবালয় উদ্যোগী হয়। তবে আজকের আলোচনায় সার্ক সচিবালয় ছিল না। কারণ পাকিস্তান এই আলোচনায় অংশগ্রহণ করেনি। সার্ক তখনই কার্যকর হতে পারে যখন সার্কের মাধ্যমে কোনো ইভেন্ট বা আয়োজন সংগঠিত হয়ে থাকে।’

[৬] গত ১৫ মার্চ নরেন্দ্র মোদী সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আলোচনা করেছিলেন।

[৭] প্রধানমন্ত্রী মোদী তখনই সার্কভুক্ত দেশগুলোকে করোনা মোকাবেলায় জরুরিভিত্তিতে একটি ফান্ড গঠনের প্রস্তাব করেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সেই প্রস্তাবে সব ক’টি দেশ সাড়া দিলেও পাকিস্তান কোনো প্রতিশ্রুতি দেয়নি। পাকিস্তান বলেছে, এই ফান্ড হতে হবে সার্ক মহাসচিবের অধীনে এবং সে অর্থ ব্যয়ের মধ্যেও থাকতে হবে স্বচ্ছতা। ভারত প্রাথমিকভাবে এই ফান্ডে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার কথা বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়