শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ই-কমার্সে ঘুরে দাঁড়াতে চাইছে করোনা বিপর্যস্ত চীন

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য দিয়েছে দা গার্ডিয়ান। গার্ডিয়ান জানায়,আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ক্যান্টন মেলা পিছিয়ে ১৫ জুন থেকে আয়োজনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। ক্যান্টন মেলা হলো একটি বাণিজ্য মেলা যা ১৯৫৭ সালের বসন্তকাল থেকে চীনের কুয়াংচৌ শহরে (ক্যান্টন) প্রতি বছর বসন্ত ও শরৎকালে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি চীনের সবথেকে প্রাচীন, বৃহত্তম এবং সর্বাধিক প্রতিনিধিদের বাণিজ্য মেলা।

[৩] এর আগে চীন ই-কমার্সের ওপর গুরুত্ব দিতে চায়।এজন্য প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ বিধ্বস্ত চীন আবার ঘুরে দাঁড়ানোর জন্য নানা প্রস্তুতি নিচ্ছে। এজন্য প্রাথমিকভাবে তারা ই-কমার্সকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে দেশটি ক্রস বর্ডার ই-কমার্স পাইলট জোন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেখানে আরও ৪৬টি রিটেইল আউটলেট স্থাপন করা হবে। এর মাধ্যমে চীন পণ্য বাণিজ্য নতুন করে গতি সঞ্চার করতে চায়।

[৪]কাস্টমসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে দেশটিতে ই-কমার্সে পণ্য বিক্রি হয়েছে ১৮৬.২১ বিলিয়ন ইউয়ান বা ২৬ বিলিয়ন ডলারের।

[৫]এ দিকে, লকডাউন পরিস্থিতি কাটিয়ে ওঠা চীন গত পাঁচ মাসের অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী লি কেকিয়াং বিশ্ব অর্থনীতি বিবেচনা করে চীনের ব্যবসা-বাণিজ্য গতি সঞ্চারের লক্ষ্যে দেশটির করনীতি, প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র ঋণ, উদ্যোক্তা, এবং কৃষকপর্যায়ে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেন। এই সহায়তা ২০২৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়