শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রমেই উত্তাপ বাড়াচ্ছে করোনা, সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে করনীয় ঠিক করার তাগিদ আইনজ্ঞদের

এস এম নূর মোহাম্মদ : [২] দিন যত যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে। করোনা মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ নিলেও পুরোপুরি এসব বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই করোনা মোকাবেলা এবং পরবর্তী সময়ে করনীয় ঠিক করতে জাতীয় সংলাপের দাবি তোলেছেন অনেকে। আইনজ্ঞরাও করনীয় ঠিক করতে আলোচনার তাগিদ দিয়েছেন।

[৩] সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বসলে ভালই হবে। সুব্রত চৌধুরী বলেন, সব রাজনৈতিক দল, পেশাজীবীদের সঙ্গে আলোচান করে করনীয় ঠিক করা উচিৎ। সবার সম্পৃক্তা দরকার। সরকারের একার পক্ষে এটা করা সম্ভব না। তাই যত দ্রুত সম্ভব এটা করা উচিৎ। দেরি করলে বিপর্যয় বাড়বে।

[৪] মনজিল মোরসেদ বলেন, অবশ্যই সবাইকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিৎ। দেখা যাচ্ছে সরকারের সকল নির্দেশনা যথাযথভাবে কার্যকরি হচ্ছে না। সব জায়গায় সবারই কিছু যোগাযোগ এবং কর্র্তৃত্ব রয়েছে। এ জন্য সকল দল ও শ্রেণী পেশার লোকজন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলে নির্দেশনা পালন করার ক্ষেত্রে সহজ হবে।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিভন্ন সামাজিক সংগঠনসহ যারা বড় রকমের ভূমিকা পালন করেন তাদেরকে নিয়ে বসা উচিৎ। দেশ চালাতে হলে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আর এটা করতে হলে বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষসহ সবার মতামত নেয়া দরকার। কৃষিতে কোন প্রণোদনা নেই। কৃষি বাংলাদেশের প্রধান পেশা এবং অর্থনীতির মূল চালিকা শক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়