শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে করোনা শনাক্ত এলাকায় র‌্যাবের সচেতনতা প্রচারাভিযান

অলক কুমার দাস, টাঙ্গাইল : [২] টাঙ্গাইলের মির্জাপুরে করোনা রোগী শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষিত এলাকায় র‌্যাব-১২ ও উপজেলা প্রশাসন সমন্বয়ে এক সচেতনামূলক প্রচারাভিযান চালানো হয়েছে।

[৩] বুধবার দুপুরে ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা এ সচেতনামূলক প্রচার চালায়। এসময় র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম উপস্থিত ছিলেন।

[৪] র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদ বলেন, লটডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করতে হবে। বাড়িতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের নিয়মকানুন মেনে কাজ করলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক আচরণ করার অনুরোধ জানান। এ সময় সকলের মধ্যে র‌্যাবের প্রচারপত্র বিলি করা হয়।

[৫] উল্লেখ্য, মঙ্গলবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া বৈরাগীপাড়ায় করোনা রোগী শনাক্ত হলে রাতেই তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় পাঠানো হয়। পরে রোগীর বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়