শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ মাসেই আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড়

মাজহারুল ইসলাম : [২] সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এটি যখনই শক্তিশালী হবে, তখনই আঘাত হানবে ঘূর্ণিঝড়। এমনই আশঙ্কা করছেন দেশের আবহাওয়া বিজ্ঞানীরা। তবে আশার কথা হচ্ছে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আগে অনেক নিম্নচাপ দুর্বল হয়ে পড়ে। চট্রগ্রামপ্রতিদিন

[৩] আবহাওয়া বিজ্ঞানীরা মতে, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের ঋতুগুলোরও পরিবর্তিত হচ্ছে। কালবৈশাখী ঝড় আগে কেবল বৈশাখ মাসেই হলেও, এখন আর সে অবস্থা নেই। গত কয়েক বছর ধরে বৈশাখ শুরুর আগেই শুরু হয় ঝড়। তাপদাহের তীব্রতার কারণে সৃষ্টি হয় মেঘমালার। এ ধরনের মেঘমালা সাগরে তৈরি হলে জলীয় বাষ্প ও পানি মিলে সৃষ্টি হয় নিম্নচাপের। এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানে।

[৪] আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ২/৩ দিন বজ্র ও শিলা বৃষ্টি, তীব্র বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্য এলাকায়ও ৪/৬ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। বঙ্গোপসাগরে ১/২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এ সময়ে। এর মধ্যে অন্তত একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

[৫] এ মাসে দেশের উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি একটি তীব্র তাপদাহ বয়ে যেতে পারে। দেশের অন্য এলাকায়ও ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ১/২টি মাঝারি ধরনের অথবা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

[৬] আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া, দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
হাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়