শিরোনাম
◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ১৩০ জনের মনোনয়ন প্রত্যাহার ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার ◈ প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর দাফন সোমবার ◈ লু’র সফরে আগ্রহ নেই বিএনপির, বৈঠকও হবে না ◈ ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিতর্কিত প্রতিবেদন ◈ আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে: রিজভী ◈ সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনে গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া ◈ জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান: আপিল বিভাগ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যালুট মাঠের চিকিৎসক সহকর্মীদের

ডা. জাকির হোসেন : করোনাকালে কিছু পেশার মানুষকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে কোভিড-১৯-এর বিরুদ্ধে। ময়দানের এই অগ্রগামী সৈনিক হলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ভাইবোনেরা। নিজের পেশা আর মানবতা যেখানে এক হয়ে মিশে রক্তে প্রবাহিত হচ্ছে। পুরো বিশ্ব এখন যুদ্ধকালীন সময় পার করছে। মাঝে মধ্যে মনে হয় এটা কী শুধুই করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, না তৃতীয় বিশ্ব যুদ্ধে লিপ্ত পুরো পৃথিবী। সবাই চান এই যদ্ধে জয় হোক মানবতার। তবে এই যুদ্ধে জয় হয়তো আসবে হয়তোবা নয়। শেষ পরিণতি কী কেউ জানে না। যুদ্ধটা করতে হচ্ছে অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে, যা খালি চোখে দেখা যায় না। এই যুদ্ধের একমাত্র হাতিয়ার জ্ঞান। আর জ্ঞান যারা প্রতিনিয়ত চর্চা করেন তারা হলেন জ্ঞানী। এই জ্ঞানীদের মধ্যে স্বল্প পরিসরের কিছু সৈনিক এই যুদ্ধের সম্মুখভাগে লড়ছেন। তাদের মধ্যে অন্যতম হলো চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের ঠিক পরের সারিতেই লড়ে যাচ্ছেন বিভিন্ন স্তরের স্থাস্থ্যকর্মী ভাই ও বোনেরা। সারাবিশ্বের এই সামনের সারির সৈনিকদের গার্ড অব অনার দিচ্ছে, সেইসঙ্গে তাদের পরিবারের প্রতি ব্যক্তিগত ও সরকারি পর্যায়ে থেকে বাড়িয়ে দিয়েছে সাহায্য-সহযোগিতার হাত। কিন্তু বাংলাদেশের চিত্রটা পুরো ভিন্ন। এখানে চিকিৎসকদের নানাভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রƒপ নানা কমেন্ট আর ট্রলে সয়লাভ, নেই কোনো আইন প্রয়োগ। হটলাইনে নারী চিকিৎসকের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে তাকে নানা অশ্লীল বার্তা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার দায়ভার খুব নিখুঁতভাবে চিকিৎসকের কাঁধে চাপিয়ে দিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটছে কিছু লুটেরা রাজনীতিবিদ।
জাতির এই ক্রান্তিকালে জাতির এই সামনের সারির সৈনিকদের মনোবল ভেঙে দেওয়া কিংবা জাতিকে ভুল তথ্য দিয়ে চিকিৎসকদের পতিপক্ষ করে তোলা একধরনের অন্যায়। মনে রাখবেন ময়দানের চিকিৎসকেরা প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে যাচ্ছেন শুরু থেকেই এবং পুরো স্বাস্থ্য প্রশাসন যখন পুরোপুরি অপ্রস্তুত ছিলো তখনো তারা তাদের সার্ভিস বন্ধ করেননি। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়া শুরু থেকেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। ময়দানের চিত্রটা একেবারেই ভিন্ন। যার ফলে শুরু থেকে এই ময়দানের যোদ্ধারাই কিন্তু আক্রান্ত হচ্ছে। প্রায় শখানেক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সাতের অধিক চিকিৎসক করোনা পজিটিভ হয়ে কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে। বেশ কয়েকটি হাসপাতাল লকডাউন করা হয়েছে। কারণ এ সব হলো আমাদের অপ্রস্তুতির ফলাফল। লেখক : চিকিৎসক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়