শিরোনাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস সংকটে অপরিণামদর্শিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও বড় বিপদ ঘটবে

সুব্রত বিশ্বাস : অপরিণামদর্শিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও বিপদ ঘটবে। অতএব, নতুন কথা অবতারণা করার পূর্বে অগ্রপশ্চাৎ বিবেচনা করবেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে তিনি দেশের সর্বোচ্চ অভিভাবক, তার প্রতিটি কথার গুরুত্ব অসীম। কথা বলার পূর্বে ভাবার অভ্যাস তাকে শিখতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার হতে হলে কমপক্ষে দশ বছর সময় প্রয়োজন, করোনার বিপজ্জনক ভাইরাস, করোনার মুখোমুখি হতে সব ডাক্তারকে পিপিই, মুখোশ, চোখের প্রটেক্টর এবং একসময়ের প্রটেক্টর জুতার প্রয়োজন। আমরা পর্যবেক্ষণ করছি, চিকিৎসক যথাযথ পিপিই পাচ্ছেন না, তবে ইতোমধ্যে চীন থেকে প্রচুর পিপিই আমদানি হচ্ছে কেন এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না।
প্রধানমন্ত্রী কেন ভাবেন, চিকিৎসক দায়িত্বজ্ঞানহীন। সারাবছর সব চিকিৎসক সব সুযোগ-সুবিধা ব্যতীত কাজ করছেন। আজ প্রধানমন্ত্রী কেন ভাবছেন যে সেখানে ডাক্তার দায়িত্বজ্ঞানহীন অবহেলা করছেন দায়িত্বকে। এটি তার ভুল ধারণা, প্রথমে নিশ্চিত করুন যে করোনা রোগীর চিকিৎসার জন্য সব ডাক্তার তাদের যথাযথ পিপিই এবং অন্যান্য সুরক্ষা কিট পাবেন। এর পরে ডাক্তার সম্পর্কে মন্তব্য করুন, তাদের সব সরঞ্জাম দিন এবং দেখুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়