শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে প্রস্তুত

আব্দূল্লাহ মামুন: [২] করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে মেডিক্যাল টিম ও চিকিৎসা সামগ্রী পাঠাতে প্রস্তুত চীন। পাশাপাশি দেশটির বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর আগে, সুরক্ষা সামগ্রী, মাস্ক, থার্মোমিটারসহ বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট বাংলাদেশকে দিয়েছিল চীন।

[৩] বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে ৪৫ মিনিট টেলিফোনে আলোচনা হয়। এসময় চীনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়।

[৪] চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সহায়তার জন্য চীন সব ধরনের তথ্য, অভিজ্ঞতা এবং মেডিক্যাল টিম পাঠাতে প্রস্তুত। চীনে যখন এই ভাইরাস ছড়িয়ে পড়ছিল তখন বাংলাদেশ চীনের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং সহায়তার হাত বাড়িয়ে দেয়। এখন বাংলাদেশসহ বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ায় চীন মনে করে বাংলাদেশ সরকারের প্রতিরোধমূলক ও ভবিষ্যতে এর সংক্রমণ রোধে আশু কার্যকরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

[৫] ওয়াং টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসাবে চীন বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে একসঙ্গে এই ভাইরাস প্রতিরোধে কাজ করবে। শুধু তাই না, এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তা মোকাবিলা করার জন্য স্বাভাবিক আন্তর্জাতিক শিল্পগত সহায়তা বজায় রাখা এবং এই অঞ্চল ও বিশ্বের মানুষের সুরক্ষার জন্য কাজ করবে চীন।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন কোভিড-১৯ মোকাবিলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে মোমেন বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার মাধ্যমে এটি আবার প্রমাণিত হলো চীন বাংলাদেশের সবচেয়ে বড় নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার।
করোনাভাইরাস ছাড়াও দুইপক্ষ রাখাইন প্রদেশ নিয়ে আলোচনা করে। বাংলাদেশ আশা করে বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুত তাদের দেশে ফেরত যেতে পারবে। চীন এ বিষয়ে মধ্যস্থতার ভূমিকা বজায় রাখতে তৈরি বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়