শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে ১জনের মৃত্যু, [২] ১৬টি বাড়ির ৬০টি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন

আগৈলঝাড়া প্রতিনিধি : [২] জেলায় জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

[৩] জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব বাগধা গ্রামের সোহরাব হোসেন মিয়ার ছেলে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার আলী আকবর (৩৮) মঙ্গলবার ঢাকা থেকে জ্বর, কাশি ও সর্দি নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে আসে। গতকাল বুধবার দুপুরে আলী আকবর করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে বাড়িতে বসে মৃত্যুবরণ করে।

[৪] তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো.আফজাল হোসেন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি তার বাড়িতে অবস্থান করে ১৬টি বাড়ির প্রায় ৬০টি পরিবারকে লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

[৫] উপজেলা ৫০শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে করোনায় আক্রান্তদের ক্ষেত্রে যেভাবে দাফন কাফনের ব্যবস্থার নিয়ম আছে সেভাবেই আলী আকবরকে দাফন করা হবে।

[৬] থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, করোনা সন্দেহে সরকারী নিয়ম অনুযায়ি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দাফন কাফনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

[৭] এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশান ইসলাম বুধবার বিকেলে পূর্ব বাগধা গ্রামে গিয়ে অত্যান্ত কঠোরতার মধ্য দিয়ে মৃত আলী আকবরের দাফন কাফনের ব্যবস্থা করান। এসময় বাগধা গ্রামের অন্তত ১৬টি বাড়ির ৬০টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন তিনি।

[৮] আলী আকবরের জানাজা নামাজ শেষে আগৈলঝাড়া ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দাফন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়