শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্য সামগ্রী দেয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কাওসার হামিদ, বরগুনা প্রতিনিধি: [২] বরগুনার তালতলীতে করোনাভাইরাসের কারনণে বেকার হয়ে খাদ্য সংঙ্কটে পড়ে একটি দিনমজুর পরিবার।

[৩] ওই পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার নাম তালিকাভুক্তি করার জন্য স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান দিনমজুর সোবাহানের মেয়েকে তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

[৪] ভুক্তভুগি পরিবার সূত্রে জানা যায়, দেশে বিরাজমান বর্তমান পরিস্থিতিতে দিনমজুর সোবাহান স্থানীয় ইউপি সদস্যকে বরাদ্দকৃত সরকারী সহায়তার তালিকাভুক্ত করার জন্য বললে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার খানে  তার মেয়েকে ভোটার আইডি কার্ড তার কাছে যেতে বলেন।

[৫] পরেরদিন (৭ এপ্রিল) মঙ্গালবার বিকেল ৫টার দিকে দিনমজুর সোবাহানের বিবাহিত মেয়ে ইউপি সদস্যের বাড়িতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তারা। এ সময় ওই মেয়ের স্বামী ইউপি সদস্যের বাড়িতে গিয়ে ঘটনাটি দেখে ফেললে এ বিষয় নিয়ে ভুক্তভুগির স্বামীর সঙ্গে ইউপি সদস্যের বাক বিতণ্ডাও হয়।

[৬] এ বিষয়ে যদি থানায় মামলা বা কোন অভিযোগ করা হয় তাহলে দিনমজুর পরিবারকে এলাকা ছাড়া করে দেবে বলে শাসিয়ে দেয়া ইউপি সদস্য আনোয়ার। পরের দিন স্বামীকে তুলে নিয়ে যায় ইউপি সদস্য।

[৭] বুধবার(৮ এপ্রিল) পর্যন্ত স্বামী ইসরাফিলের কোনো খোজখবর পাওয়া যায়নি আর ঐ দিনমজুর পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছেন বলেন জানান তারা।

[৮] এদিকে ইউপি সদস্যের  এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। বিচারের দাবি করেন স্থানীয় সচেতন মহল।

[৯] অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ার খান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। এগুলো সব মিথ্যা। এই মেয়ে যাকে স্বামী হিসেবে পরিচয় দেয় সে আসল স্বামী না। তাকে তুলে আনা হয়নি বরং ছেলের পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

[১১] তালতলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[১২] উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন, খাদ্য সহায়তা দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়