শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

এম কে আই জাবেদ, মুরাদনগর : [২]  কুমিল্লার মুরাদনগর উপজেলা রায়হান সরকার রাফি (২০) নামে এক যুবকের মৃত্যুতে এলাকায় করোনা আতংক বিরাজ করছে।

[৩] বুধবার(৮ এপ্রিল) দুপুরে পাশ্ববর্তী নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।

[৪] হাসপাতাল সূত্রে জানা গেছে,  জ্বর, শ্বাসকষ্ট ও কাশি এবং  পায়ের সমস্যা নিয়ে দুপুর ২টার দিকে চিকিৎসা নিতে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু ভর্তি হওয়ার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার দ্রুত তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। গাড়িতে তোলার আগেই তার মৃত্যু হয়।

[৫] মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলিঘর গ্রামের মোঃ মোখলেসুর রহমানের ২য় ছেলে রায়হান সরকার রাফি। শ্রীকাইল সরকারি কলেজ থেকে এবছর এইচ এস সি পরীক্ষার্থী ছিলেন। এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নবীনগর হাসপাতালসহ ও নিহতের নিজ গ্রামে সর্বত্র করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৬] স্থানীয় পুলিশ জানায়, করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু সংবাদ পাওয়া মাত্র আমরা ঐ বাড়ীর আশে-পাশের বাড়ী সমূহ লকডাউন করে রেখেছি। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানাযায় নিহত রায়হান  দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট এজমা জনিত সমস্যায় ভুগছিলেন।  বলীঘর গ্রামের করবস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।

[৭] রায়হানের বাবা মোখলেছুর রহমান জানান, তার ছেলে এই ছেলে অনেক বছর ধরে শ্বাসকষ্ট জনিত নিউমিনিয়া রোগে ভুগছিলো।  ৬দিন পূর্বে রায়হান কাজ করতে গিয়ে বাম পা ভেঙ্গে ফেলে। পরে গ্রামের ডাক্তার দ্বারা পায়ের প্লাস্টার করা হয়। কিন্তু পায়ের প্লাস্টার সমস্যা দেখা দেয় ও ইনফেকশন হওয়াতে রায়হান ব্যাথায় কাতর হয়ে পারেন। মূলত পায়ের সমস্যা নিয়ে নবীনগের সরকারি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

[৮] নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোশরাত ফারখান্দা জেবিন  বলেন,  মৃত যুবক করোনায় আক্রান্ত ছিলো কি না আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে করোনা ভাইরাসের একাদিক উপসর্গ তাঁর মাঝে লক্ষ করেছি। তাই তার করোনা পরীক্ষার জন্য সব নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রির্পোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়