শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থের পথে করোনা সংক্রমিত জবি শিক্ষার্থী

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধিঃ [২] ওই শিক্ষার্থীর শরীরে করোনার সংক্রমণ খুব বেশি না হওয়ায় তাকে আইসোলেশনে নেয়া হয়নি। তবে সনাক্ত হওয়ার পরও আইইডিসিআর-এ ফোন দিয়ে কম রেসপন্স পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে করোনা আক্রান্ত হওয়ার পরও তার বাসা ও এলাকা এখনো লকডাউন করা হয়নি। জানেন না স্থানীয় পুলিশ প্রশাসন।

[৩]সেই শিক্ষার্থী এখন পরিবারের সাথে উত্তরার বাসায় অবস্থান করছেন। আলাদা একটি রুমে অবস্থান করছেন। পরিবারের সংস্পর্শে আসছেন না। তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

[৪]শিক্ষার্থী জানান, কিছুদিন আগে জ্বর, হাঁচি-কাশি ও শ্বাসকষ্টে খুব ক্রিটিকাল অবস্থার মধ্যে ছিলেন। গত দুইদিন তিনি আগের থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। যার কারণে, আজ বুধবার আইসোলেশনে নেয়ার কথা থাকলেও, তাকে নেয়া হয়নি। আইইডিসিআর থেকে জানানো হয়েছে, অবস্থার অবনতি ঘটলে তাকে আইসোলেশনে নেয়া হবে।

[৫]তিনি আরও বলেন, আমার বিষয়টা জানাজানি হওয়ার পর থেকেই সবাই খোঁজ খবর নিচ্ছে। আমিও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছি। এই মুহুর্তে মানসিকভাবে শক্ত থাকার বিকল্প নেই।

[৬]তার শরীরে ভাইরাস কিভাবে সংক্রমিত হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ক্যাম্পাস বন্ধ দেয়ার পরপর আর বাসা থেকেই বের হইনি। এর মধ্যে দুইদিন টিউশনির জন্য পাবলিক বাসে উঠেছিলাম। আশঙ্কা করছি, সেখান থেকেই হয়েছে।

[৭]তিনি অভিযোগ করে বলেন, করোনা পজিটিভ হওয়ার পরও স্থানীয় পুলিশ প্রশাসন তার সাথে যোগাযোগ করেনি। তিনি যে ভবনে অবস্থান করছেন, সেখানেও লকডাউন দেয়া হয়নি। এলাকায়ও থমথমে অবস্থা বিরাজ করছে।

[৮]দক্ষিণখান থানা এসি ফয়সাল জানান, তার এলাকায় যে করোনা আক্রান্ত রোগী আছে উনি সেই ব্যাপারে আবগত নন। আইইডিসিআর থেকেও তাকে জানানো হয়নি। জানলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন।

[৯]সার্বিক বিষয়ে আইইডিসিআর কর্তৃপক্ষ নির্ধারিত ডাক্তার তাসলিমা ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার শরীরে মৃদু লক্ষণ রয়েছে। যার কারনে তাকে এখন আইসোলেশনে নিয়ে আসা হয়নি। পরিবার থেকে জানানো হয়েছে যে, বাসায় হোম আইসোলেটেড ব্যবস্থা আছে। তাই আমরা পরামর্শ দিয়েছি হোম আইসোলেশনে থাকার জন্য। তার পুরো পরিবার কোয়ারেন্টাইনে থাকতে হবে আগামী দুই সপ্তাহ। এর মধ্যে অবস্থার অবনতি হলে আমরা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নিয়ে আসবো।

[১০]আইইডিসিআর থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে কেনো জানানো হয়নি এবং বাসা ও এলাকা কেন লকডাউন করা হয়নি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার দেখার বিষয় না। আমাদের ডিজি আছেন, উনি সেটা দেখবেন।

[১১] আমাকে শুধু তার ল্যাব রিপোর্ট দেয়া হয়েছে, আমি সেটা অনুযায়ী কাজ করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়