শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসমাগম রোধ করতে গিয়ে হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ গুলিবিদ্ধ

 

হবিগঞ্জ প্রতিনিধি : [২] আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

[৩] কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম বিষয়টি দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কয়েকদিন ধরে অর্ধশত যুবক জড়ো হয়ে খেলাধুলা করে।

[৪] এ খবর স্থানীয়রা পুলিশকে জানায়। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স ও ইউনিয়ন পরিষদের চৌকিদারসহ জনসমাগম করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে দেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে নাঈমের নেতৃত্বে যুবকরা পুলিশ ও চৌকিদারের ওপর চড়াও হয়।

[৫] মোরশেদ আলম আরও জানান, এমন পরিস্থিতিতে আত্মরক্ষার্থে এএসআই শাহীন মিয়া নিজের পিস্তল বের করতে গিয়ে তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় জনগণ ও পুলিশের সহযোগিতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইমুনা আহত শাহীন মিয়াকে চিকিৎসা দেন।

[৬] এ বিষয়ে মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়