শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে করোনা আক্রান্ত এক ব্যক্তিকে ঢাকায় প্রেরণ

মাজহারুল শিপলু, মির্জাপুর প্রতিনিধি : [২] বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের ছোবলে এবার টাঙ্গাইলের মির্জাপুরে। এই প্রথম জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তিকে মঙ্গলবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

[৩] এ সময় ওই বাড়িসহ আশপাশের ৩৫-৪০ বাড়ি লকডাউন করা হয়েছে ।

[৪] জানা গেছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামে। নারায়ণগঞ্জের পলি ক্লিনিক নামে প্রাইভেট একটি ক্লিনিকে সিনিয়র ওটি বয় হিসেবে কাজ করেন তিনি। অসুস্থ হয়ে ৫ এপ্রিল ছুটিতে বাড়ি আসেন। তার উপসর্গ দেখা দিলে এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক শুরু হয়।

[৫] খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম ৬ এপ্রিল স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। মঙ্গলবার (৭ এপ্রিল) নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পজিটিভ আসে।

[৬] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, ওই বাড়িসহ আশপাশের বাড়ি পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত পুলিশের নজরদারিতে থাকবে। এছাড়াও এলাকার মানুষকে সচেতন রাখতে প্রচারণা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়