শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণখানে দুই সন্তান ও স্ত্রী হত্যাকারী চিরকুট লিখে পলাতক লিটন দুইমাস পর গ্রেপ্তার

আব্দুল্লাহ মামুন : [২] রাজধানীর দক্ষিণখানে স্ত্রী ও দুই সন্তান হত্যার দায়ে বিটিসিএল কর্মকর্তা রকিবউদ্দিন লিটনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দু'মাস আগে এ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন লিটন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

[৩] নৃশংস্য এই ঘটনার বর্ণনা দিয়ে লিটন জানান, গত ১ ফেব্রুয়ারি সকালে প্রথমে ড্রয়িংরুম থেকে বেডরুমে আসেন এরপর বড় হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তার মেয়ের গলায় রশি পেচিয়ে মেরে ফেলে ছোট মেয়েটাকেও। এরপর যান ছেলের রুমে। যখন তাকেও একই ভাবে ফাসঁ দিতে যায় তখন ছেলেটি লাফ দিয়ে উঠে বলে ‘বাবা তুমি আমাকে মেরে ফেলবা’ লিটন বলে হ্যা বাবা আমরা পৃথিবীতে কেউ থাকবো না।

[৪] অনলাইনে ও বিভিন্ন জায়গায় জুয়া খেলে রকিব উদ্দীন লিটন কোটি কোটি টাকার ঋণের জালে জড়িয়ে পড়েন। ঋণ পরিশোধের ভয়ে সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা করেন তিনি।

[৫] লিটন খুন করার দুদিন পর নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ সেখানে একটি চিরকুট পায়। তাতে লেখা ছিল ‘সবাইকে মুক্তি দিয়ে গেলাম এরপর আমার লাশ মিলবে রেল লাইনে’। চিরকুটের লেখা অনুযায়ী লিটনের আত্মহত্যার কথা থাকলেও পাগলের ছদ্মবেশে গাঁ ঢাকা দেয় লিটন।

[৬] গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, কখনো পাগল কখনো ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে ঘুরে মানুষের দান দক্ষিনায় জীবন চালাতো লিটন। সম্প্রতিকালে নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে টাকা নিয়ে দূরে পালাবার চেষ্টা করছিলো। তবে তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়