শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত, মৃত ৩ (ভিডিও)

শাহীন খন্দকার ও মহসীন কবির : [২] গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০। বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান।

[৩] মীরজাদী সেব্রিনা বলেন, নতুন করে দেশে ৫৪ জনের মধ্যে ঢাকার ৩৯ জন, ঢাকার আশপাশের উপজেলায় ১ জন ও বাকিরা ঢাকার বাইরের। এর মধ্যে ৫৪টি নমুনায় কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। নতুন করে ৫৪ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।

[৪] অধ্যাপক ডা. ফ্লোরা জানালেন, এ ছাড়া উল্লেখিত সময়ে দেশে আগে থেকে কোভিড-১৯ আক্রান্ত কেউ সুস্থ হননি। ফলে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া মানুষের সংখ্যা ৩৩ জনই রইল। নতুন করে যে ৫৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে তাদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি- এ তথ্য জানিয়ে ডা. ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী।

[৫] এখন মোট শনাক্ত সংখ্যা ২১৮ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ৯৮১ জন মোট শনাক্ত ২১৮, সারা দেশে আইসিউ রয়েছে ১১২ টি।

[৬] ঢাকায় শনাক্ত হয়েছে ৩৯ জন করোনাভাইরাস রোগী, নতুন আক্রান্ত হয়েছে যে ৫৪ জন, নতুন যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন। ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন। ২১-৩০ বছর বয়সী পনেরো জন। ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন। ষাটের বেশি বয়স ১০ জনের।

[৭] জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ হাজার ২২০ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৪ হাজার ৪২৬ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১ হাজার ৭৬৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়