শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার থাবায় ইউএস ও ফ্রেঞ্চ ওপেন মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : [২] ‘সব কিছু ঝাপসা আর এলোমেলো মনে হয়’ গানের আলোকে কথাটি বললেও ভুল কিছু বলা হবে না। কেননা করোনাভাইরাস বা কোভিড-১৯ বিশ্বের সবকিছু থমকে দিয়েছে। এতে কোনো মানুষ কোনোকিছুই ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না কি করবেন আর কি করবেন না। বিপাকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। মহামারি রূপ ধারণ করায় বাতিল হয়েছে টেনিসের মর্যাদার আসর উইম্বলডন। মৌসুমের বাকি সব মেজর টুর্নামেন্ট নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

[৩] ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেনের জন্য যথেষ্ট সময় থাকলেও টুর্নামেন্ট নিয়ে চিন্তিত আয়োজকরা। কেননা বিনা প্রস্তুতি কিংবা আনুষ্ঠানিকতায় বড় টুর্নামেন্ট মাঠে গড়ালে সেটা কতটা সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

[৪] অস্ট্রেলিয়া যখন দাবানলে পুড়ছিলো তখন টেনিসের আবহে মুখোরিত ছিলো মেলবোর্ন পার্ক। অগণিত বন্য-প্রাণীর পুড়ে যাবার অভিশাপ হয়তো লেগেছিলো টেনিসে। সে কারণেই কি ২০২০ টেনিস ক্যালেন্ডার এখন অপয়া! অস্ট্রেলিয়া ওপেন মনুষ্য ক্ষতি ছাড়া শেষ করতে পারলেও এখন বিপাকে টেনিসের সব মেজর টুর্নামেন্ট।

[৫] ফেব্রুয়ারির শুরুতে শেষ হয় অস্ট্রেলিয়ান ওপেন। এরপরই মোড় নেয় বৈশ্বিক পরিস্থিতি। কভিড ঝুঁকিতে একে একে বাদ হয় ক্রীড়াজগতের সব বড় আসর। ফুটবল, ক্রিকেট, অলিম্পিকের পর, যার সবশেষ শিকার, মর্যাদার উইম্বলডন।

[৬] এটিপি আর ডব্লিউটিএ ট্যুরসের টুর্নামেন্ট বন্ধ জুন পর্যন্ত। ফ্রেঞ্চ ওপেন স্থগিত হয়েছে আগেই। ২৪ জুনের টুর্নামেন্ট চলে গেছে অক্টোবরে। ইউএস ওপেনের নির্ধারিত তারিখ ৩১ আগষ্ট। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে টুর্নামেন্ট এখন শঙ্কার মুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়