শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে মুদি দোকান খোলা রাখা যাবে দুপুর ২টা পর্যন্ত!

মুসবা তিন্নি : [২] করোনাভাইরাস নিয়ে সারাদেশের মত রাজশাহীতেও আতঙ্ক বিরাজ করছে। জনসমাগম বন্ধ করে পরিস্থিতি মোকাবিলায় নেয়া হচ্ছে নানা কৌশল। এ নিয়ে রাজশাহীর পুলিশ প্রশাসনও তৎপর। রাজশাহীতে ওষুধের দোকান ছাড়া অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সবসময় খুলে রাখা যাবে না।

[৩] খুলবে না রাজশাহীর শপিং মল এবং বাজারের কোনো দোকানপাট। তবে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাড়া-মহল্লার মুদি দোকানগুলোম খোলা যাবে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকেও জানানো হয়েছে।

[৪] নতুন এই নির্দেশনায় জানানো হয়, পাড়া-মহল্লার মুদি দোকান সবসময় খোলা রাখা যাবে না। কেবলমাত্র সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাড়া-মহল্লার মুদি দোকানগুলো খুলে রাখা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা সব দোকানীদের মানতে হবে। যদি কেউ নির্দেশনা অমান্য করেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

[৫] এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারে বারবার সবাইকে সর্তক করা হচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেউ যাতে বিনা কারণে ঘোরাফেরা না করতে পারেন সেই ব্যপারে তারা পদক্ষেপ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়