শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ পর্যন্ত গড়াচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, খুলতে পারে জুনে

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবার ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একথা নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করবে। এর পরই রয়েছে পবিত্র রমজানের ছুটি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের পর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ এপ্রিল পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৯ মার্চ থেকে ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম শুরু হয়। সপ্তাহে ৫ দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস প্রচার করা হচ্ছে। সামনে ছুটির সময়ও শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের ক্লাস অব্যাহত থাকবে।

ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতর নিজস্ব পোর্টাল তৈরি করছে। সেখানে শ্রেণি কার্যক্রমের ভিডিও আপলোড করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়