শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৪ লাখ ৩১ হাজারের বেশি

শাহনাজ বেগম : [২] করোনায় বিশে^র ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ হাজার ৭৪ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৫০ জন। বুধবার মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। সিএনএন, বিবিসি

[৩] করোনাায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ জন। মারা গেছেন ১২ হাজার ৮৫৪ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন।

[৪] স্পেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন। মারা গেছেন ১৪ হাজার ৪৫ জন।

[৫] ইতালিতে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।

[৬] করোনায় ফ্রান্সে মোট ১০ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৫ জন।

[৮] যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১৫৯ জনে পৌঁছেছে এবং আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ২৪২ জন।

[৮] জার্মানীতে করোনায় মারা গেছেন ২ হাজার ১৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৬৩ জন।

[৯] চীনে গত কয়েকদিনে মৃতের সংখ্যা শুণ্য, এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮০২। করোনার উৎপত্তিস্থল উহানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেখানে জারি করা সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়