শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাবে ভারতে খাদ্য সংকটের আশঙ্কা

সিরাজুল ইসলাম: [২] শ্রমিকের অভাবে মহারাষ্ট্রের লেসাংগাঁও মার্কেটে পেঁয়াজ ব্যবসা প্রায় বন্ধ। কৃষিকে জরুরি সেবা ঘোষণার পর কৃষকরা মাঠে পেঁয়াজ তুলছেন। মুম্বাই বন্দরে রপ্তানির অপেক্ষায় রয়েছে ৪৫০ টন পেঁয়াজ।

[৩] লেসাংগাঁও মার্কেটের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় শারীরিক দূরত্ব মানা খুবই কঠিন বলে জানান পেঁয়াজ ব্যবসায়ী মনোজ জিয়ান।

[৪] বিহারের সমস্টিপুর জেলার কৃষক মনুয়াৎ চৌধুরী ৩৫ একরের খামারে ধান, সবজি, ফল ও পশুপালন করেন। তার কর্মীরা কাজে আসতে অস্বীকৃতি জানিয়েছে। রাস্তার ওপারের গ্রামে রয়েছে তারা। করোনার প্রতিষেধক হিসেবে তারা গোমূত্র পান করতে চায়। তিনি বলেছেন, তোমরা বারবার হাত ধুতে পারবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করতে পারবে; কিন্তু তারা রাজি হয়নি।

[৫] খামার বন্ধ হয়ে গেলে শুধু কৃষকের ক্ষতি হবে তা নয়, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। ভারতে জনশক্তির অর্ধেকের বেশি কৃষি কাজে জড়িত। জিডিপিতে কৃষির অবদান ১৬ শতাংশ। বিশ্বের শীর্ষ ধান, গম, আখ, তুলা, সবজি ও দুধ উৎপাদনকারী দেশগুলোর একটি ভারত।

[৬] ভারতে কৃষির উৎকৃষ্ঠ সময় এপ্রিল থেকে জুন। শীতকালে বপন করা গম, ধান ও ডাল এ সময় তোলা ও বিক্রি করা হয়। লাগানো হয় গ্রীষ্মকালীন ধান, তুলা, ডাল ও আখ। এ সময় কৃষি কাজ বন্ধ থাকলে বড় সমস্যা হবে বলে জানান অশোকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর মেখালা কৃষ্ণমারথি। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়