শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নিয়ে বিশ্বনেতাদের যতো বিতর্কিত মন্তব্য

মশিউর অর্ণব: [২] ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘এটি (করোনাভাইরাস) আমাদের নিয়ন্ত্রণে আছে’।

[৩] পরিস্থিতির গুরুত্ব না দেয়ায় বর্তমানে সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের এক নাম্বার দেশ।

[৪] যুক্তরাজ্যে সংক্রমণ বেড়ে যাওয়ার পরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে করমর্দন করার ব্যাপারে তিনি উদ্বিগ্ন নন।

[৫] সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] কোভিড-১৯ এ সংক্রমিত রোগী পাওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো বলেছিলেন, ‘করোনাভাইরাস সামান্য ফ্লুর মতো’।

[৭] সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর ক্ষুব্ধ হয়ে কয়েক লাখ মানুষ নিজেদের বাসার বারান্দা থেকে থালা-বাসন পিটিয়ে ওই ভাষণের প্রতিবাদ জানিয়েছেন।

[৮] করোনাভাইরাস নিয়ে কঠোর অবস্থানে থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সম্প্রতি বলেছেন, ‘সরকারকে চ্যালেঞ্জ করলে বা ভয়ভীতি দেখালে আপনি হেরে যাবেন।’

[৯] বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, ‘আমি আমার চারপাশে করোনাভাইরাসকে উড়তে দেখিনি।’ তিনি করোনাভাইরাসের ভীতিকে ‘মানসিক বৈকল্য’ বলেও উল্লেখ করেছেন।

[১০] মেক্সিকোতে কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তারের পর দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ বলেছিলেন, ‘আপনারা পরিবারকে নিয়ে বাইরে খাওয়া চালিয়ে যান।’

[১১] ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো স্বীকার করেছেন যে, কোভিড-১৯ নিয়ে উদ্দেশ্যমূলকভাবেই তিনি জনগণের কাছে কিছু তথ্য গোপন করেছিলেন।

[১২] ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সদর করোনাভাইরাসের সংক্রমণের পেছনে ‘সমকামী বিবাহ আইন’-কে দায়ী করেছেন। (সূত্র: বিবিসি, সিএনবিসি, রয়টার্স, এবিসি নিউজ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়