শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকার, নারায়ণগঞ্জের ১৫ জন, ২১-৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত বেশি: আইইডিসিআর

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ৯ জন। অন্যদিকে ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। যদিও অধিদফতরের মহাপরিচালক জানান, বুধবার থেকে বুলেটিনটি আমরা দুপুর দুইটার পরিবর্তে আড়াই টায় শুরু করবো। ব্রিফিং নয়, স্বাস্থ্য বুলেটিন।

[৩] কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আর অনলাইন ব্রিফিং করবে না। ব্রিফিংয়ের পরবর্তীতে অনলাইনে স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করবে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এই কথা বলে প্রতিষ্ঠানটি মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ।

[৪] ডা.আবুল কালাম আজাদ বলেন, আমরা নীতিনির্ধারক মহল ও সংবাদ মাধ্যমের লোকজনের সঙ্গে আলোচনা করে একটি বিষয় ঠিক করেছি। সেটি হল বুধবার থেকে আমরা আর অনলাইন ব্রিফিং করব না, অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করবে।

[৫] সেই বুলেটিনে আমরা করোনা পরিস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা উপস্থাপন করব। আর বিস্তারিত তথ্য আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাব। এ সময় তিনি নতুন সময়ের বিষয়টি সকলকে জানিয়ে দিতে গগণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেকে অপেক্ষা করে থাকেন আমাদের ব্রিফিং এর জন্য। তাই গণমাধ্যমসহ সবাইকে অনুরোধ করবো প্রচার মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন সময়টি জানিয়ে দেওয়ার জন্য।

[৬] নতুন করে যে ৪১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের বয়স ২১ থেকে ৩০-এর মধ্যে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ৯ জন। বাকিদের মধ্যে ১০ বছর বা তার চেয়ে কম বয়সী রয়েছে একটি শিশু, ১১ থেকে ২০ বছর বয়সী রয়েছেন চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন সাত জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচ জন। পুরুষ ২৮ জন, নারী ১৩ জন। বাকিদের মধ্যে একজন চট্টগ্রাম, একজন কুমিল্লা ও একজন কেরানীগঞ্জের। গত ২৪ ঘণ্টায় যে পাঁচ জন মারা গেছেন, তাদের মধ্যে দুই জন ঢাকার, বাকি তিন জন ঢাকার বাইরের। চার জন পুরুষ, একজন নারী। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫০টি আইসোলেশন বেড রয়েছে। এর বাইরে সারাদেশে আইসোলেশন বেড রয়েছে ৬ হাজার ১৪৩টি। মোট ৭৬৯৩টি আইসোলেশন বেড রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়