শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারিতে জীবন রক্ষায় কাজ করছে ছাত্র অধিকার পরিষদ, বললেন ভিপি নুর

শিমুল মাহমুদ: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর জানান, দেশের দিনমুজুর, হকার, খন্ডকালীন গৃহকর্মীদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ‘করোনা ক্রাইসিস : রিলিফ ফান্ড ফর বাংলাদেশ’ নামে একটি জরুরি ত্রান তহবিল গঠন করা হয়েছে। ২০ মার্চ থেকে এ তহবিলের কার্যক্রম শুরু করেন তারা। বর্তমানে তহবিলে ৮ লাখ টাকা যোগ হয়েছে।

[৩] সংগঠনটি এরি মধ্যে ঢাকা সহ দেশের ৩৩ টি জেলায় খাদ্যসামগ্রী বিতরণে ব্যয় করেছে ৭ লাখ ৫৯ হাজার ১ শত ১৬ টাকা। ৫০ টি জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে চাল, ডাল, আলু, পেঁয়াজ এর মতো খাদ্যসামগ্রী বিতরণের ৩০ লক্ষ টাকার একটি বাজেট হাতে নিয়েছি তারা। সেটাকে বর্ধিত করে ৬৪ জেলার বিভিন্ন উপজেলার জন্য ৯২ লক্ষ টাকার একটি লক্ষমাত্রা হাতে নিয়েছি।

[৪] নুরুল হক নূর বলেন, জেলাপ্রশাসকের সহায়তা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা খুলনায় এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়। মঙ্গলবার আমার সবুজবাগ ও হাজারিবাগ এবং নারায়ণগঞ্জ এলাকায় ত্রান দিয়েছি।

[৫] নুরু বলেন, ছাত্রসংগঠন হিসেবে আমাদের কোনো ফান্ড নেই। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা কাজে হাত দেই। শুরুতে সচেতনামূলক লিফলেট বিতরন, হ্যান্ড সেনিটাইজার বিতরন করি। ২৬ তারিখ থেকে সাধারণ ছুটি ঘোষণা পর থেকে বিভিন্ন এলাকায় ঘুরে তালিকা শুরু করি এবং চাল, ডাল, আলু, পেয়াজ, তেল প্যাকেটজাত করে ঘরে ঘরে দিয়ে আসছি।

[৬] এমন একটি কাজে সহায়তার জন্য, শ্রমিক, রাজনীতিক কর্মী এবং বিদেশ থেকে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতঙ্ঘতা প্রকাশ করেন ডাকসুর সহসভাপতি নুরুল হক নূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়