শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারে জারিকৃত আদেশ অমান্য করে যান চলাচল ও দোকান খোলা রাখায় অর্থদণ্ড

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] অতিরিক্ত যাত্রী বহনসহ দোকান খোলা রাখায় লালমনিরহাট সদরসহ ৫টি উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] এতে এক বালু ব্যবসায়ীসহ ১০৫ জনকে ১লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় এসব অভিযানে ১৬টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

[৫] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারীকৃত এই আদেশ অমান্য করে জনসমাগম ও দোকান খোলা রাখায় খবর পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৫ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে  নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।

[৬] এ সময় সরকারি নির্দেশ অমান্য করে অটোরিক্সায় যাত্রী বেশিসহ অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, জনসমাগম করা, সামাজিক দুরত্ব বজায় না রাখা, ট্রাক ও পিকআপে যাত্রী পরিবহনের অপরাধে ১০৪ জনকে অর্থ দণ্ড দেয়া হয়। অন্যদিকে, কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।

[৭]এ ছাড়াও জেলাজুড়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি অব্যাহত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সেনা সদস্যদের টহল।

[৮] লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন স্থানে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছার আশ্বাস দিয়ে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়