শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু, একজন আইসোলেশনে

খুলনা প্রতিনিধি : [২] মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ছয়টার দিকে করোনা  সালেহা বেগম নামে ষাটোর্ধ  বৃদ্ধার মৃত্যু হয়েছে।  রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্র জানায়, সালেহা বেগম ১০-১২ দিন আগে তার ছেলের ঢাকার বাসায় জ্বরসহ সর্দি-কাঁশিতে আক্রান্ত হন। ওই অবস্থায় তিনি  দেশে সাধারণ ছুটি ঘোষণার আগমুহুর্তে গ্রামের বাড়িতে ফেরেন। তবে, তার অসুস্থতার কথা গ্রামবাসী জানতে পারেনি।

[৪] রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, ওই বৃদ্ধা এক সপ্তাহ আগে তার ২২ বছর বয়সী নাতি রাসেলকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে তিনি বাড়িতে মারা যান। তিনি জানান, মৃত বৃদ্ধার নাতীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

[৫]  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাদেরকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে পাঠানোসহ লক ডাউনের কাজ চলছে।

[৬] সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, নিহত বৃদ্ধা ও তার সঙ্গীয় নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের  রিপোর্ট  না পাওয়া পর্যন্ত প্রশাসনকে ওই এলাকা লকডাউন করে রাখতে বলা হয়েছে। এছাড়া ওই নারীর সংস্পর্শে যারা এসেছে তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়