শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ২০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা [২] প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে এসএমই ফাউন্ডেশন

এস.ইসলাম জয় : [৩] করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যে স্থবির অবস্থা বিরাজ করছে। আপদকালীন ও আপদ পরবর্তী সময় অর্থনীতির চাকা সচল রাখতে প্রায় প্রতিটি দেশ আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছে। ব্যবসায়ীরা যাতে আর্থিক ক্ষতি কাটিয়ে ব্যবসায় গতি আনতে পারে সেজন্য আর্থিক প্রণোদণাসহ নানা সুবিধা দিচ্ছে বিভিন্ন দেশের সরকার।

[৪] গত ৫ এপ্রিল প্রায় ৭৩ হাজার কোটি টাকার প্রণোদণা প্যাকেজ ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রণোদণা প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার সুবিধা রাখা হয়।

[৫] এসএমই ফাউন্ডেশনের এমডি মো.সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ঘোষণা প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিন্ধান্ত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে পাঁচটি প্রণোদনা প্যাকেজের মধ্যে দ্বিতীয় প্যাকেজ এটি। যা গুরুত্বের সাথে বিবেচনায় রেখেছেন তিনি। সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা।

[৬] তিনি আরো বলেন,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর জন্য এ ঋণের সুদের ৯ শতাংশের মধ্যে ৪ শতাংশ সুদ ঋণ গ্রহিতা প্রতিষ্ঠান পরিশোধ করবে। অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে। সেই সাথে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে প্রধানমন্ত্রীর আহবানের ফলে দেশের প্রায় ৭৮ লাখ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বর্তমান পরিস্থিতি উত্তরণে এসএমই উদ্যোক্তাদের জন্য নেওয়া প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত সময়পোযোগী ও বাস্তবমুখী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়