শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেছে

মাজহারুল ইসলাম : [২] বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে আজ সকাল ৭টা পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৬২৬ জনের। এ সময়ের মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৩ হাজার ৫৫৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন২ লাখ ৭৮ হাজার ৩৩০ জন। ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

[৩] ওই ওয়েবসাইট থেকে আরও জানা যায়, করোনা আক্রান্ত শীর্ষ দেশ আমেরিকায় ওই সময়ের মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৫৯ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫৭৩ জন।

[৪] দ্বিতীয় আক্রান্ত দেশ স্পেনে একই সময়ে মোট আক্রান্ত হন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৪৩৭ জন।

[৫] তৃতীয় আক্রান্ত দেশ ইতালিতে ওই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন। আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫২৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৮৩৭জন।

[৬] চতুর্থ আক্রান্ত দেশ জার্মানিতে একই সময়ে মোট আক্রান্ত হন ১ লাখ ৩ হাজার ৩৪৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৮১০ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ হাজার ৭০০ জন।

[৭] পঞ্চম আক্রান্ত দেশ ফ্রান্সে ওই সময়ে মোট আক্রান্ত হন ৯৮ হাজার ১০ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৯১১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ২৫০ জন।

[৮] আর বাংলাদেশে গতকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৩ জন। মৃত্যু হয়েছেন ১২ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়