শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ধনী ব্যক্তিরা এগিয়ে এলে সরকারের নানা রকম প্রণোদনার মধ্য থেকে নি¤œ মধ্যবিত্তকেও প্রণোদনা দেওয়া সম্ভব হবে

ড. নাজনীন আহমেদ : মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজকে আমি ইতিবাচকভাবেই দেখছি। বিশেষ করে স্বাগত জানাই এই প্যাকেজে অণু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য ২০ হাজার কোটি টাকার একটি তহবিল বরাদ্দ রাখায়, যেখান থেকে তারা ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। ২৩ মার্চ প্রথম আলোতে প্রকাশিত আমার লেখায় আহ্বান জানিয়েছিলাম (লিংক সংযুক্ত), এই দুর্যোগ মুহূর্তে অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে যেন সর্বোচ্চ নজর দেওয়া হয়। এর দুদিন পর যখন কেবলমাত্র রপ্তানি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেওয়া হলো, তাতে একটু হতাশ হয়েছিলাম। তারপর থেকে আমার বিভিন্ন লেখায়, গণমাধ্যমে বিভিন্ন বক্তব্যে এসএমই’র জন্য তহবিল প্রদানের পক্ষে মতামত দিচ্ছিলাম।
তাই প্রধানমন্ত্রীর প্যাকেজে তাদের জন্য তহবিল প্রদান করে ভালো লাগছে। তবে এর বিতরণ সহজ হতে হবে। ব্যাংকগুলো যেন এসএমইদের অবহেলা না করেন, সেটাও দেখতে হবে। তাছাড়া ক্ষুদ্র শিল্প ও সেবা খাতের জন্য যে বরাদ্দ সেখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট দোকানের মালিক তারাও যেন ঋণের সুবিধা পান সেটাও দেখতে হবে। দেশের ধনী ব্যক্তিরা এগিয়ে এলে সরকারের নানা রকম প্রণোদনার মধ্যে নি¤œ মধ্যবিত্তের জন্যও প্রণোদনা দেওয়া সম্ভব হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়