শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌনকর্মীদের নিয়ে রাতভর পার্টি, সকালে সবাইকে ঘরে থাকার আহ্বান !

স্পোর্টস ডেস্ক : অন্যকে নিয়ম মানার পরামর্শ দিয়ে নিজেই নিয়ম ভেঙে সমালোচিত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাইল ওয়াকার। গত বুধবার করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। অথচ আগের রাতেই যৌনকর্মীদের নিয়ে উদ্দাম পার্টিতে মেতে ছিলেন ওয়াকার! এই ঘটনা প্রকাশ হওয়ার পর ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকারের সমালোচনায় মেতে উঠেছে ফুটবলবিশ্ব। তার কঠিন শাস্তি দাবি করা হচ্ছে।

যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান জানিয়েছে, গত মঙ্গলবার নিজের বাসায় দুজন যৌনকর্মী ভাড়া করে আনেন ওয়াকার। তারা ছিলেন ২১ বছর বয়সী লুইস ম্যাকনামারা এবং ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কলগার্ল। ওয়াকারের এক বন্ধুও যোগ দেন পার্টিতে। রাতভর উন্মাতাল পার্টি শেষ করে বুধবার সকালে ভিডিওবার্তায় সবাইকে ঘরে থেকে লকডাউন মেনে চলার পরামর্শ দেন তিনি। কিন্তু আমন্ত্রিত এক যৌনকর্মীর মাধ্যমেই ইংলিশ ডিফেন্ডারের এই যৌন পার্টির খবর ফাঁস হয়ে যায়।

এক রাতের জন্য দুই যৌনকর্মীকে ২২০০ পাউন্ড (প্রায় আড়াই লাখ টাকা) দেন ওয়াকার। এই খবর ফাঁস হওয়ার পর সোশ্যাল সাইটে ঝড় উঠেছে। তাকে ভণ্ড বলে অভিহিত করে লুইস বলেন, ‘ও তো একটা ভণ্ড। একদিকে বলছে সবাইকে সচেতন থাকতে, অন্যদিকে অচেনা মানুষদের বাসায় ডেকে যৌন পার্টি করছে।’

এরপর যথারীতি ক্ষমা চেয়ে ওয়াকার বলেন, ‘ওই ঘটনার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিৎ ছিল।’

তবে ক্ষমা চেয়েও পার পাবেন না ওয়াকার। তাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ‘ফুটবলাররা রোল মডেল। আমাদের ক্লাবের কর্মচারী-কর্মকর্তা, খেলোয়াড়রা যথাসম্ভব জাতীয় স্বাস্থ্যসেবার কর্মীদের সাহায্য করার চেষ্টা করছে। এই অবস্থায় ওয়াকারের কাজটি আমাদের সব চেষ্টায় জল ঢেলে দিয়েছে। আমরা এই অভিযোগ শুনে হতাশ। আমরা যথাযথ ব্যবস্থা নেব এ বিষয়ে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়