শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে দাফন করুন, বললেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিশেষজ্ঞরা

শাহানুজ্জামান টিটু: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি বলেছেন, করোনা ভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন।

[৩] সোমবার এক বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন যে, মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না। করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোন ব্যক্তির শরীরে প্রসারিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়।

[৪]  তিনি আরও বলেন, ‘অনেকে এটা বলছে, করোনাভাইরাসে রোগী মারা গেছে, ছোঁয়া যাবে না। এটা ভুল। বরং এটা বাইরে পড়ে থাকলে অন্য জীবাণুর প্রসার হবে। তাই করোনায় কেউ মারা গেলে মৃত ব্যক্তিকে দ্রুত গোসল করাতে হবে। যারা মৃতদেহের সেবা শুশ্রূষা করবেন, তাদের করোনা হবে না। কিন্তু জীবিত ব্যক্তি যদি হয় ও তার শরীরে যদি করোনা থাকে, সেটায় আক্রান্ত হবে। এটা সোজা কথা, এটা ভালোভাবে বলা দরকার।’

[৫] মৃতদেহ থেকে করোনাভাইরাস ছড়ায় কিনা জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘মৃতদেহ থেকে যেহেতু শ্বাস-প্রশ্বাস বের হয় না, তাই করোনাভাইরাস ছড়ায় না। তবে এর বায়োফ্লুইড যেমন– নাকের স্লেষ্মা, মলমূত্র, সর্দি ইত্যাদি থেকে ছড়াতে পারে। এজন্য যখন সৎকার করা হবে, তখন মৃতদেহ ব্যাগের ভেতরে ঢুকিয়ে চেন (জিপার) দিয়ে আটকে দিতে হবে। সেই ব্যাগের পুরুত্ব হবে ১৫০ মাইক্রোন। ছয় মিটার দূরে থেকে দাফন করতে হবে। সনাতন ধর্ম হলে একই দূরত্বে থেকে পুড়িয়ে ফেলতে হবে।’ বাংলা ট্রিবিউন

[৬] শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন, ‘মৃত ব্যক্তি থেকে ভাইরাস ছড়ায় না। মৃতদেহ থেকে নমুনা নিয়ে শনাক্ত করা যায়। তবে সংক্রমিত করা যায় না।’ বাংলা ট্রিবিউন

[৭] জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ‘মৃতদেহ থেকে কেউ করোনা সংক্রমিত হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনায় মারা যাওয়া ব্যক্তির মৃতদেহকে সাবান পানি দিয়ে গোসল করালে ভাইরাস শেষ হয়ে যায়। যিনি গোসল করাবেন তাকে পিপিই বা পলিথিনের জামা পরে গোসল করাতে হবে। গোসল করানো ব্যক্তিকেও সাবান-পানি দিয়ে গোসল করতে হবে। তার পরিধেয় পোশাক আধাঘণ্টা ধরে সাবান-পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়