শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে ভারতে খাবার পাচ্ছে ৭৫ লাখ মানুষ [২] ত্রাণ শিবিরে বাস করছে ১২ লাখ ৫০ হাজার মানুষ

সিরাজুল ইসলাম: [৩] ২৭ হাজার ৬৬১টি শিবিরে তারা বাস করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পূণ্য সলিলা শ্রীবাস্তবা। ইয়ন

[৪] সব রাজ্যে ২৩ হাজার ৯২৪টি ত্রাণ শিবির ও আশ্রয় কেন্দ্র তৈরি করেছে সরকার এবং ৩ হাজার ৭৩৭টি তৈরি করেছে এনজিওগুলো।

[৫] ১৯ হাজার ৪৬০টি খাদ্য শিবির তৈরি করা হয়েছে। এগুলোর ৯ হাজার ৯৫১টি সরকার এবং ৯ হাজার ৫০৯টি তৈরি করেছে এনজিওগুলো। এএনআই

[৬] শিল্প মালিকরা ১৩ লাখ ৬০ হাজার কর্মীকে আশ্রয় ও খাদ্য দিচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশনা মেনে চলছে। তাদের কার্যক্রমে খুশি কেন্দ্র।

[৭] রোববার ৫০৫ জন করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৫৭৭ জন। মারা গেছে ৮৩ জন।

[৮] পূণ্য সলিলা শ্রীবাস্তবা নয়াদিল্লিতে রোববার প্রতিদিনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

[৯] খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আন্ত:কার্গো সার্ভিস চালু করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের মন্ত্রীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সব অংশীজন ও রেলওয়ে ৭ হাজার ৬৩০টি ট্রলি এবং ৩ লাখ ৯২ হাজার ওয়াগন পণ্য স্থানান্তর করেছে ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। দ্য ইকনোমিক টাইমস
.

  • সর্বশেষ
  • জনপ্রিয়