শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় মধ্যরাতে নাটোর থেকে আসা ৪০ শ্রমিককে নিয়ে স্থানীয়দের শঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি : [২] করোনা সংক্রমণ এড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় নাটোর জেলা থেকে আসা ৪০ শ্রমিককে ফেরত পাঠানোর নির্দেশা দিয়েছে উপজেলা প্রশাসন।

[৩] সোমবার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা পিডিএলকে এ নির্দেশনা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসক বললেন এই মুহুর্তে বাইরের জেলা থেকে আসা যে কোনো মানুষ এখানকার জন্য ঝূঁকিপূর্ণ হতে পারে।

[৪] এর আগে নাটোর জেলা থেকে আসা ৪০ শ্রমিককে আটকে দেয় উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মধুপাড়ার লোকজন। ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের দক্ষিণদিকে নদীরপাড়ে এসব শ্রমিকরা সোমবার ভোররাত থেকে অবস্থান করছে। রবিবার দিবাগত মধ্যরাতের পরে এসব শ্রমিক একটি ট্রাকযোগে তাবু টানিয়ে এখানে এসে পৌঁছেছে বলে জানায় স্থানীয়রা। করোনা সংক্রমিত হওয়ার শঙ্কায় স্থানীয়দের মধ্যে বহিরাগত শ্রমিকদের নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

[৫] প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এদেরকে লালুয়া ইউনিয়নের নিশানবাড়িয়ায় নির্মান কাজের জন্য এনেছেন বলে সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিপন হোসেন জানিয়েছেন।

[৬] লালুয়ার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন জানান, এই মুহুুর্তে গোটা এলাকায় করোনা আতঙ্ক রয়েছে। তারমধ্যে রাতের বেলা গোপনে বহিরাগত লোকজন আসার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে নদী পারাপারের মধুপাড়া পয়েন্টের খেয়াটি বন্ধ করে দিয়েছেন।

[৭] উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বহিরাগত এসব শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

[৮] কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এই মুহুর্তে বাইরের জেলা থেকে আসা যে কোন মানুষ এখানকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য সরকারের দেয়া নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সবাইকে আহবান জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়