শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফোন দিলে খাদ্য সামগ্রীর বাড়ি বাড়ি পৌঁছে দেন যুবলীগ নেতা গাজী সরোয়ার হোসেন বাবু

সমীরণ রায়: [২] প্রাণঘাতি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে কর্মহীন, অসহায়, শ্রমজীবী, দিনমজুর ও অসচ্ছল পরিবারের জন্য ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

[৩] গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, মোবাইল ফোনে প্রায় ৮শত লোক খাদ্য সামগ্রীর জন্য ফোন করেছে তার মধ্যে ৫শত দেয়া হয়েছে। প্রতিদিন ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় থেকে ফোন আসে খাদ্য সামগ্রীর জন্য। যারা ফোন করে সেই এলাকা ভিত্তিক একটি তালিকা করে নাম ঠিকানা লিখে রেখে ভ্যানে করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে। করোনা ভাইরাস কারণে বেশিরভাগ দিনমজুর, খেটে খাওয়া দারিদ্র্য পরিবারের লোকজন অনেক সমস্যায় আছে। আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের দেশের এই ক্লান্তিকাল মানুষের পাশে দাঁড়ানো জন্য। সেই নির্দেশনা মেনেই অসহায়, শ্রমজীবি, খেটে খাওয়া, দারিদ্র্য মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

[৪] তিনি বলেন, এর আগে আমরা রাস্তা নেমে ভ্যান চালক,রিকশা চালক, চা দোকানদার, ফুটপাতের হকারদের মাঝে ৪শত খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছি। জনসমাগম এড়িয়ে চলার জন্য এখন আমরা বাসায় প্যাকেট তৈরি করে ভ্যান করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০জন লোক বিভিন্ন এলাকা থেকে খাদ্য সামগ্রীর জন্য ফোন করেন। যারা ফোন করে তাদেরকে বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর পৌঁছে দেয়া হয়। শেখ হাসিনার নির্দেশে এই কাজ অব্যাহত থাকবো।

[৫] সোমবার যাত্রাবাড়ি, সুত্রাপুর থানার আওতাধীন কাজলার পাড়,সূতিখালপাড়, নতুনরাস্তা, নাসির উদ্দিন সড়ক,গতহেমেন্দ্র দাস রোড, তনুগঞ্জ লেন সূত্রাপুর,ঋৃষিকেশ দাস লেন সূত্রাপুর, হেমেন্দ্র দাস লেন, সূত্রাপুর ডালপট্টি,এলাকার পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারেরও কর্মহীণ পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য ও করোনা প্ররিরোধক সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধকের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১কেজি ডাল,১কেজি তৈল, ২কেজি আটা, ২ কেজি আলু, ১কেজি চিনি, ডেটল শাবান ২ টা, ব্লিচিং প্যাকেট ১টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়