শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরেবাংলা নগর টিবি ও অ্যাজমা হাসপাতালে কোভিড-১৯ভাইরাস ‘টেলি মেডিসিন’ সেবা চালু, জানালেন উপ-পরিচালক

শাহীন খন্দকার: [২] নভেল কোভিড-১৯ ভাইরাসের মুহূর্তে সর্ব সাধারণের সেবা দিতে রোগীদের অনলাইনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবায় এই উদ্যোগ নিয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৫০ শয্যা চালু টিবি হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] টেলি মেডিসিন সেবার উদ্বোধন করেন ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসেসিয়েশন (বিএমএ)’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

[৪] উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে পারছে না।

[৫] তাদের চিকিৎসা সেবা দিতে এই ‘টেলি মেডিসিন সেবা’ অনেক কাজে আসবে। ঘরে বসেই রোগীরা সেবা পাবে। এতে করে বাংলাদেশে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার নতুন অধ্যায় চালু হলো।

[৬] হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান বলেন, আমরা টেলি মেডিসিন সেবা চালু করেছি সাধারণ রোগীদের কথা চিন্তা করে। এই সেবা শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নয়, এটা আমরা সব সময় অব্যাহত রাখবো। ২৪ ঘণ্টা রোগীরা টেলি মেডিসিন সেবা পাবে।

[৭] স্কাইপি লিংক ও ফেইসবুক মেসেঞ্জার লিংক এর মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে বলেও জানান হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান।

[৮] তিনি জানান, এই দুই লিংকে ভিডিও কলের সাধ্যমে ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলে রোগীর সমস্যা জানা হয়, পরে প্রেসক্রিপশন মেসেঞ্জারের পাঠিয়ে দেয়া হয়। এর আগে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিএমএর এর পক্ষ থেকে পিপিই ও করোনাভাইরাস সুরক্ষা সরঞ্জাম উপহার দেন বিএমএ সভাপতি মোস্তফা জালাম মহিউদ্দিন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়