শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে করোনার প্রাদুর্ভাবেও প্রকাশ্যে মাদক ব্যবসায় ও সেবনের জেরে সংঘর্ষ

খোকন আহমেদ, বরিশাল প্রতিনিধি: [২] করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও থেমে নেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবন। এলাকার চিহ্নিত কতিপয় মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিবাদ করায় হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে গুরুত্র আহত করেছে মাদকসেবিরা।

[৩]  এ ঘটনায় রোবাবর (৫ এপ্রিল) রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি  গৌরনদী উপজেলার ভীমেরপাড় এলাকায় ঘটেছে।

[৪] সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত রনি গোমস্তা জানান, ভীমেরপাড় গ্রামের নুর হোসেনের দোকানের সামনে বসে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করে আসছিলো একই এলাকার হৃদয় আকন, সজিব গোমস্তা, আকাশ আকন, কাউয়ুম হাওলাদার ও মাসুম গোমস্তা।

[৫] মাদক বিক্রি ও সেবনের অভিযোগ অস্বীকার করে নুর হোসেন গোমস্তা বলেন, পূর্ব শত্রুতার জেরধরে তাদের পক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

[৬] আহতরা অভিযোগ করেন,  রাতে গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার হাসপাতালে আহতদের কাছে ঘটনার তদন্তে আসলে হাসপাতাল কম্পাউন্ড থেকে হামলাকারীদের পাঁচজনকে আটক করলেও রহস্যজনকভাবে তাদের ছেরে দেন।

[৭] এসআই সাধন কুমার বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্য এক ঘটনায়

[৮] এক আওয়ামী লীগ নেতার বালু বাণিজ্যের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা করা হয়েছে।

[৯] এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) সকালে শিবলী নামের  একজনসহ  এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[১০মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভ্ইূয়াসহ ২৫ জনকে আসমি  করা হয়েছে ।

[১১] গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহামুদের মা মিনারা বেগমের দায়েরকরা মামলার অভিযুক্ত আসামি শিবলীকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়