শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ

বাবুল আক্তার, যশোর প্রতিনিধি: [২] রোববার রাতে ধর্ষণচেষ্টার ব্যর্থ হয়ে মেয়েটিকে হত্যার চেষ্টা করে অভিযুক্ত মুসা ব্যাপারি (২৫) নামে একজন গরু ব্যবসায়ী। বর্তমানে ছাত্রীটি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে। ছাত্রী চৌগাছার একটি কলেজে প্রথম বর্ষে পড়ে।

[৩] ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ। ঘর-বাড়িও ঠিকমতো নেই। রোববার রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরের কাঁচা টয়লেটে গেলে মুসা ব্যাপারি তাকে পেছন থেকে জাপটে ধরে। গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে বাধা দিলে এক পর্যায়ে তাকে একটি কোমল পানীয়ের বোতলে থাকা কীটনাশক জোর করে মুখে ঢেলে দেয়। মেয়ের চিৎকারে আমরা দৌঁড়ে এলে মুসা পালিয়ে যায়। এসময় একটু দূরে মুখে গামছা বাঁধা আরো দুইজন দাঁড়িয়ে ছিলো। আমরা তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চৌগাছা হাসপাতালে ভর্তি করি।’

[৪] এ বিষয়ে রোববার রাতেই চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

[৫] মেয়েটির মা আরো জানান, ‘প্রতিবেশি মুসা ব্যাপারী দীর্ঘদিন ধরেই আমার মেয়েকে কু প্রস্তাব দিয়ে আসছিলো। মাসখানেক আগেও একবার ধর্ষণের চেষ্টা চালায়। সেসময় তার বড়ভাই আইয়ুব হোসেনসহ অন্যরা আমাদের হাতে-পায়ে ধরে ভবিষ্যতে আর এরকম কিছু হবে না বলে এবিষয়ে মামলা না করতে অনুরোধ করেন। অভিযুক্ত মুসার বড় ভাই আইয়ুব হোসেন পূর্ব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

[৬] ‘চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, গভীর রাতে এরকম একটি মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির গায়ে বেশকিছু আঁচড়ের দাগ রয়েছে। সে বর্তমানে সুস্থ আছে।

[৭] চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, লিখিত অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে ধরার জন্য অভিযান শুরু হয়েছে যা অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়