শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যা ছয়টা থেকে রাজশাহী জেলা লকডাউন, কঠোর অবস্থানে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী

মঈন উদ্দীন ও মুসবা তিন্নি রাজশাহী: [২] আজ (৬ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা থেকে রাজশাহী জেলা ও মহানগরকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

[৩]  রাজশাহী পুলিশ পুলিশ জানিয়েছে, আজ থেকে জেলা ও মহানগরের অভ্যান্তরে আরো  কঠোর অবস্থানে থাকবে রাজশাহীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরী প্রয়োজন ছাড়া নগরীর বাইরে থেকে কোনো যানবাহন ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না । এদিকে, জেলা থেকেও সন্ধ্যা ছয়টার পরে আর কাউকে বের হতে দেওয়া হবে না বা ঢুকতেও দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই লকডাউন থাকবে।

[৪] এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার হুমায়ুন খন্দকার, জেলা প্রশাসন হামিদুল হক প্রমুখ।

[৫] সেনাবাহিনী ও পুলিশ কড়া সতর্ক অবস্থান নিয়েছে যানবাহন চলাচলের ক্ষেত্রে। সামাজিক নিরাপত্তা দূরুত্বের কথা মাথায় রেখে শহরে বাইরের কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজশাহীর অদূরে বেলপুকুর ও কাটাখালিতে বসানো হয়েছে দুটি চেকপোস্ট। অন্যদিকে নওদাপাড়া ও কাশিয়াডাঙ্গাতেও বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

এদিকে, [৬] রাজশাহী মেডিকেল হাসপাতাল আইসোলেশন থাকা নাটোরের যুবকসহ আরো ৩১টি নমুনা এসেছে। আজ সোমবার ৩১টি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ল্যব টিমপ্রধান ডা. সাবেরা গুলনেহার।

[৭] নাটোরের বাগাতিপাড়া থেকে আসা ১৮ বছরের ওই কিশোরকে স্থানীয় সিভিল সার্জন প্রয়োজনীয় চিকিৎসাসহ করোনা পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছেন। তার করোনা রিপোর্ট নেগেটিভ আশায় খ্রিস্টান মিশন হাসপাতালের নার্সকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দেয়া হয়েছে।

[৮] গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ।তিনি আরো জানান, রামেক হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে ৫জন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় আজ সোমবার ছেড়ে দেয়া হবে। আশা করা হচ্ছে বাকি দুজনকে কাল ছেড়ে দেয়া হবে।

[৯] রাজশাহী বিভাগের ৩১টি নমুনার মধ্যে আছে রাজশাহী ৬টি, বগুড়ার ৬টি, নবাবগঞ্জের ১০টি, নাটোরের ৮টি ও নওগাঁর ১টি। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়