শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৫ (ভিডিও)

শাহীন খন্দকার ও মহসীন কবির : (২) দেশে নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনা সনাক্তের কথা জানান। নতুন ছয়জন সহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। দেশে সর্বমোট আক্রান্ত ১২৩ জন।

(৩) সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টার নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

(৪) একই ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা হয়েছে ৪৬৮টি। আক্রান্তের মধ্যে ১২ জন নারায়ণগেঞ্জের। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩০ জন ও ৫ জন নারী ।

(৫) তিনি জানান, করোনায় মোট মৃত্যু ১২ জন। শনাক্ত ১২৩ জনের মধ্যে ঢাকায় ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩৯ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

(৬) মৃত্যু ব্যক্তিদের পরিচয় প্রসঙ্গে ডা. সেব্রিনা বলেন, এক সপ্তাহ আগেই দুদক পরিচালকের করোনা শনাক্ত করা হয়। এরপর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়। বাকি দু'জন হাসপাতালে আনার পর মারা যান।

(৭) গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়