শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরেবাংলা নগর টিবি ও অ্যাজমা হাসপাতালে কোভিড-১৯ভাইরাস ‘টেলি মেডিসিন’ সেবা চালু, জানালেন উপ-পরিচালক

শাহীন খন্দকার: [২] নভেল কোভিড-১৯ ভাইরাসের মুহূর্তে সর্ব সাধারণের সেবা দিতে রোগীদের অনলাইনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ নিয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৫০ শয্যা চালু টিবি হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] টেলি মেডিসিন সেবার উদ্বোধন করেন ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসেসিয়েশন (বিএমএ)’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

[৪] উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে পারছে না।

[৫] তাদের চিকিৎসা সেবা দিতে এই ‘টেলি মেডিসিন সেবা’ অনেক কাজে আসবে। ঘরে বসেই রোগীরা সেবা পাবে। এতে করে বাংলাদেশে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার নতুন অধ্যায় চালু হলো।

[৫] হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান বলেন, আমরা টেলি মেডিসিন সেবা চালু করেছি সাধারণ রোগীদের কথা চিন্তা করে। এই সেবা শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নয়, এটা আমরা সব সময় অব্যাহত রাখবো। ২৪ ঘন্টা রোগীরা টেলি মেডিসিন সেবা পাবে।

[৬] স্কাইপি লিংক ও ফেইসবুক মেসেঞ্জার লিংক এর মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে বলেও জানান হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান।

[৭] তিনি জানান, এই দুই লিংকে ভিডিও কলের সাধ্যমে ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলে রোগীর সমস্যা জানা হয়, পরে প্রেসক্রিপশন মেসেঞ্জারের পাঠিয়ে দেয়া হয়। এর আগে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিএমএর এর পক্ষ থেকে পিপিই ও করোনাভাইরাস সুরক্ষা সরঞ্জাম উপহার দেন বিএমএ সভাপতি মোস্তফা জালাম মহিউদ্দিন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়