শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মহীন দুস্থ্য পরিবর্তন শ্রমিকদের নিজেদের উদ্যোগে মানবিক সহায়তা দেয়া শুরু করেছে শ্রমিক ফেডারেশন

আনিস তপন : [২] সারাদেশে মানবেতর জীবন-যাপন করা পরিবহন শ্রমিকদের কিছু কিছু পরিমাণে মানবিক সহায়তা দেয়া শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাভূক্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।

[৩] এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এমন কথাই জানালেন, সংগঠনের সভাপতি শাজাহান খান এমপি। তিনি বলেন, সারাদেশের পরিবহন শ্রমিকদের সরকারি খাদ্য সহায়তার অন্তর্ভূক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, পরিবহন শ্রমিকদের যাতে সরকারি ত্রাণ সহায়তা দেয়া হয়। রোববার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শাজাহান খান। সরকারি নির্দেশে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এর পর থেকেই বেকার এসব শ্রমিকদের সংগঠনের নিজস্ব কল্যাণ তহবিল থেকে সামান্য পরিমানে সহায়তা দেয়া শুরু হয়েছে। তাছাড়া মালিক সংগঠন থেকেও শ্রমিকদের সহায়তার লক্ষ্যে আলোচনা চলছে বলেও জানান সংগঠনের সভাপতি।

[৪] তালিকা অনুযায়ী সারাদেশের পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিতে সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে আবেদন জানিয়েছে ফেডারেশন, বললেন সংগঠনের মহাসচিব ওসমান আলী।

[৫] তিনি বলেন, ২৬ মার্চ থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বেকার এসব শ্রমিকরা সারাদেশে ছড়িয়ে পরেছে। একারণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সব জেলা প্রশাসক (ডিসি), ইউএনও, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এই ফেডারেশনের সদস্যদের তালিকা দেয়া হয়েছে। এরমধ্যে ফেডারেশনের অন্তর্ভূক্ত সারাদেশে ২৪৯টি শ্রমিক ইউনিয়নের প্রায় ৫০ লাখ কার্ডধারী (পরিচয়পত্র) সদস্য রয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা অনুযায়ী যাদের পরিচয়পত্র আছে তারাই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় খাদ্য সহায়তা পাবে।

[৬] সাধারণ ছুটির মধ্যে সারাদেশে খাদ্য ও কাঁচামাল সরবরাহ অব্যাহত থাকায় এর সঙ্গে জড়িত প্রায় ৪০ হাজার শ্রমিকদের এখনও খাদ্য সংকট হয়নি। তবে যাত্রী পরিবহন, স্থল বন্দর, মিল-কারখানা ও গার্মেন্টস সেক্টর বন্ধ থাকায় সাধারণ যাত্রীবাহী বাস চলাচল ও ট্রাকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে। লরি ও কাভার্ড ভ্যান। ফলে এর সঙ্গে সংশ্লিষ্ট ৪৯ লাখ শ্রমিক সম্পূর্ণ বেকার থাকায় মানবেতর জীবন-যাপন করছে। মালিক পক্ষ এসব শ্রেণির নিয়োগ পত্র না দেয়ায় এই পরিস্থিতিতে পরেছে তারা। দূর্গত ও দুঃস্থ এসব পরিবহন শ্রমিকদের সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ত্রাণ সহায়তা দিতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়